আওয়ার ইসলাম: ভারতের পশ্চিমবঙ্গের ইমামরা মহররমের দিনে অস্ত্র প্রদর্শন না করার অাহ্বান জানিয়েছেন। তারা বলছেন, মহররমের নামে অস্ত্র প্রদর্শন ইসলাম বিরোধী। এই ধরনের প্রথার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। খবর হিন্দুস্তান টাইমস-এর।
খবরে বলা হয়, তৃণমূল কংগ্রেস এমপি ইদ্রিশ আলি জানিয়েছেন, ‘আমরা বিভিন্ন ইমামদের কাছে গিয়ে আবেদন জানিয়েছি, মহররমে এমন কিছু না করা হয় যাতে অন্যান্য ধর্মের ভাবাবেগে আঘাত করে।’
তিনি আরও বলেন, এই রীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। পাশাপাশি, এই ইস্যুকে বিজেপি হাতিয়ার করে বলেও এই রীতি থেকে বিরত থাকার কথা বলেন তিনি।
কলকাতার নাখোদা মসজিদের ইমাম মাওলানা শফিক কাসেমী এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলেন, ‘মহররম আমাদের শোকের মাস। মিছিলে কেউ দয়া করে লাঠি বা তলোয়ার ব্যবহার করবেন না। এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। সাম্প্রদায়িক দলগুলি বিষয়টিকে ইস্যু বানাতে পারে, এমন কোনো কাজ করবেন না।’
আসানসোলের ইমাম মাওলানা ইমদাদুল রশিদি মহররমে অস্ত্র প্রদর্শনকে অ-ইসলামিক বলে উল্লেখ করেছেন। এর আগে সাম্প্রদায়িক গোষ্ঠী সংঘর্ষে নিজের ছেলের মৃত্যু হলেও শান্তির বার্তা দিয়েছিলেন ইমাম রশিদি।
ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন