আওয়ার ইসলাম: রাজধানীর ফার্মগেট ও আগারগাঁও এলাকায় অবৈধ পানির তিনটি প্ল্যান্ট বন্ধ ও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকালে এসব এলাকায় অভিযান চালায় র্যাব ও বিএসটিআই। অনুমোদন না থাকা, মান নিশ্চিত না করায় অভিযুক্ত প্রতিষ্টানগুলো বন্ধ করে দেয় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও এগারো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অতি মুনাফার লোভে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এ অবৈধ ব্যবসা চালাচ্ছে।
বিএসটিআই কর্মকর্তারা জানান, মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকি সৃষ্টিকারী এ ধরনের প্রতিষ্ঠানে অভিযান অব্যহত থাকবে।
আরো পড়ুন
তালিবুল ইলমদের উদ্দেশ্যে যা বললেন আল্লামা আহমদ শফী
এটি/আওয়ার ইসলাম
ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন