আওয়ার ইসলাম: ভারতের জম্মু ও কাশ্মীরের কুলগাম শহরে নিরাপত্তা বাহিনীর ‘এনকাউন্টারে’ বা গুলিতে তিন সন্ত্রাসী নিহত হয়েছেন। শনিবার (১৫ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়।
স্থানীয় পুলিশ বলছে, সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধ চলছে। ওই এলাকায় আরও দুই সন্ত্রাসী আটকা পড়েছে। তাদের সঙ্গেও মোকাবেলা করা হবে।
দেশটিতে এ বন্দুকযুদ্ধের কারণে বারামুল্লা এবং কাজিগন্দের মধ্যে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে।
এদিকে, শ্রীনগর থেকে ৭২ কিলোমিটার দক্ষিণে কাশ্মীর জেলার চৌগামে আরও সন্ত্রাসীর গোপন খবর পেয়ে অনুসন্ধান অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনীর একটি দল।
ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন
আরএম/