আবদুল্লাহ তামিম: সিরিয়ার সর্বশেষ বিদ্রোহী অধ্যুষিত প্রদেশ ইদলিবে সরকার ও রাশিয়াবিরোধী স্থানীয়রা ব্যাপক বিক্ষোভ করেছেন বলে খবর দিয়েছে।
শুক্রবার জুম্মার নামাজ শেষে তারা ইদলিবের কয়েকটি শহরে বিক্ষোভ করেন। বিক্ষোভে আগত স্থানীয়রা জানিয়েছেন যে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সরানোর চেষ্টা কোন সন্ত্রাস নয়। এটা একটা স্বতস্ফুর্ত বিপ্লব।
বিক্ষোভে অংশ নেয়া ৩৬ বছর বয়সী মাহমুদ হারকাও আল-জাজিরাকে বলেন, বিশ্ববাসীকে বলতে চাই, ‘আমরা শোষিত, স্বাধীনতা চাই আমরা।
হাজার হাজার মানুষের সমাবেশ থেকে আসাদের পদত্যাগ এবং রাশিয়ার বিমান হামলা বন্ধের দাবি জানানো হয়।
ইদলিবে যখন ব্যাপক বিক্ষোভ চলছে ঠিক সে সময় তুরস্ক ঘোষণা করেছে প্রেসিডেন্ট এরদোগান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে সিরিয়া বিষয়ে নতুন বৈঠক করবেন।
সিরিয়া গৃহযুদ্ধের গত ৭ বছরে ইদলিব প্রদেশে আসাদ সরকারের কোন নিয়ন্ত্রণ নেই। বিভিন্ন প্রদেশ থেকে বিদ্রোহীরা পরাজিত হয়ে এখন ইদলিবে এসে আশ্রয় নিয়েছে। ইদলিবের চারিপাশ এখন আসাদ বাহিনীর সৈন্য দ্বারা ঘেরাও অবস্থায় রয়েছে।
সূত্র: আল-জাজিরা
আরো পড়ুন
তালিবুল ইলমদের উদ্দেশ্যে যা বললেন আল্লামা আহমদ শফী
এটি/আওয়ার ইসলাম
ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন