আওয়ার ইসলাম: ভারতে ২০১৯ সালে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগে মুসলিমদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টায় জুমার নামাজের আগে মসজিদে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রথমবারের মতো কোনো মসজিদে ঢুকে দেশটির মুসলমান সম্প্রদায়ের অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন তিনি।বক্তব্যে নরেন্দ্র মোদি শিয়া মুসলিমদের একটি অনুষ্ঠানে মুসলমানদের প্রশংসাও করেন। আগামী ২১ সেপ্টেম্বর মহররম উপলক্ষ্যে তাদের এ অনুষ্ঠানটি ছিলো।
ইন্দোরে দাউদি বোহরাদের অনুষ্ঠান উপলক্ষে সাইফি মসজিদে একটি অনুষ্ঠানে শুক্রবার উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী।
লোকসভা নির্বাচনের আগে দেশের সংখ্যালঘু সমাজে বিজেপির ইমেজ উদ্ধারে এই পদক্ষেপ বড় ঘটনা বলে মনে করছে রাজনৈতিক মহল।
ওই অনুষ্ঠানে বোহরাদের ধর্মীয় গুরু সৈয়দেনা মুফাদ্দাল সাইফুদ্দিননের পাশে বসে দেশগঠনে বোহরাদের ভূমিকার কথা স্মরণ করেন মোদি।
তিনি বলেন, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছিলেন ইমাম হোসেন। তার আদর্শ আজও গুরুত্বপূর্ণ। ভরতের মতো দেশে আমরা সবাই একসঙ্গে রয়েছি। এটাই ভারতের বিশেষত্ব।
এটি/আওয়ার ইসলাম
ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন