আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বৃহস্পতিবার বলেছেন, তুর্কি মুদ্রা লিরাকে পতনের হাত থেকে রক্ষা করার জন্য তুরস্ক নতুন পদক্ষেপ গ্রহণ করবে।
উন্মুক্ত বিশ্ব বাণিজ্যের এই সময়ে তুরস্কের অর্থনীতিকে স্থিতিশীল করার জন্য দেশটি কঠিন পদক্ষেপ নিতে পিছপা হবে না বলেও এরদোগান জানান।
আঙ্কারাতে ব্যবসায়ীদের একটি সম্মেলনে এরদোগান বলেন, আমদানি এবং রপ্তানিকারকরা ছাড়া অন্য কাউকে বিদেশি মুদ্রায় ব্যবসা করতে হবে না।
বৃহস্পতিবারের আগে এরদোগান তুর্কিতে ভূমি বিষয়ক যেকোনো ব্যবসা করার সকল লেনদেন তুর্কি মুদ্রা লিরাতে করাটা বাধ্যতামূলক করে দিয়েছেন এতদিন যা বিদেশি মুদ্রায় করা যেত।
এরদোগান আরো বলেন, তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে স্বাধীন। ঘণ্টা ব্যাপী ধরে দেয়া ঐ বক্তব্যে এরদোগান যিনি নিজেকে উচ্চ সুদের হারের শত্রু বলে দাবি করেন দেশটির কিছু ব্যক্তিগত ব্যাংকের সমালোচনা করে বলেন, তুরস্কের কিছু ব্যাংক সুদের হার ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এরদোগান অবশ্য ব্যবসায়ীদেরকে জানান, তুরস্কের আর্থিক খাতগুলোর উচিত ব্যক্তিগত খাতে আরো বেশি দিয়ে এই খাতকে সহযোগিতা করা।
বক্তব্যের শেষে তিনি তুর্কি মুদ্রা লিরাকে পতনের হাত থেকে রক্ষা করার জন্য নতুন পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেন।
সূত্র: সিএনবিসি
এটি/আওয়ার ইসলাম
ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন