আবদুল্লাহ তামিম: রাশিয়াভিত্তিক একটি অঙ্গপ্রতিষ্ঠান ও চীনভিত্তিক একটি প্রযুক্তি প্রতিষ্ঠান, এর উত্তর কোরীয় কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা।
বৃহস্পতিবার এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ কথা জানা গেছে।
আমেরিকার ট্রেজারি বিভাগের বিবৃতিতে বলা হয়, আমেরিকার নতুন নিষেধাজ্ঞার আওতায় পড়েছে চীনের ইয়ানবিয়ান সিলভারস্টার নেটওয়ার্ক টেকনোলজি।
সেই সঙ্গে এর উত্তর কোরীয় প্রধান নির্বাহী কর্মকর্তা জং সং হোয়া ও রাশিয়াভিত্তিক অঙ্গপ্রতিষ্ঠান ভোলাসিস সিলভার স্টারের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন এমনুচিন এক বিবৃতিতে বলেন, পরিচয় গোপন করে ছদ্মবেশে কিংবা তৃতীয় কোনও দেশের নাগরিক হিসেবে বিদেশি তথ্য-প্রযুক্তি কোম্পানিতে কাজ করার মধ্য দিয়ে কেউ যেন উত্তর কোরিয়ায় অবৈধ রাজস্ব না পাঠাতে পারে তা নিশ্চিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সূত্র: রয়টার্স
এটি/আওয়ার ইসলাম
ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন