শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


রোহিঙ্গা ইস্যু আরো ভালভাবে মোকাবিলা করা যেত: সুচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা ইস্যু আরও ভালোভাবে সামলানো যেত বলে উল্লেখ করেছেন মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী অং সান সু চি।বৃহস্পতিবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে আসিয়ানের ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামে দেশটির সেনাবাহিনীর জাতিগত নিপীড়নের এক বছর পেরিয়ে যাওয়ার পর তিনি এ মন্তব্য করেছেন।

তিনি বলেন, ‘অবশ্যই আরো অনেক উপায় ছিল, ওই ঘটনার পর বোঝা গেছে, পরিস্থিতি আরো ভালভাবে মোকাবিলা করা যেত।’

তিনি আরো বলেন, ‘তবে আমরা বিশ্বাস করি, দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সকল পক্ষকে নিরপেক্ষ হতে হবে। আইনের শাসন অনুযায়ী কে রক্ষা পাবে তা আমাদের ঠিক করে দেওয়া উচিত নয়।’

রোহিঙ্গা ইস্যুতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় দেশটিতে রয়টার্সের যে দুই সাংবাদিককে কারাদণ্ড দেওয়া বিষয়ে সুচি বলেন,  তাদের সাজা দেওয়ায় মত প্রকাশের স্বাধীনতা খর্ব হয়নি। কারণ তাদের সাংবাদিক হিসেবে গ্রেফতার ও সাজা দেওয়া হয়নি। বরং রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস করার অভিযোগে তাদের সাজা হয়েছে।

তবে আদালতের দেওয়া সাজার বিরুদ্ধে তারা আপিল করতে পারেন বলেও উল্লেখ করেন মিয়ানমার নেত্রী।

গত বছর ২৫ আগস্ট থেকে রাখাইনে সেনাবাহিনীর ওই দমন অভিযান শুরু হয়। সেই সঙ্গে শুরু হয় এশিয়ার এ অঞ্চলে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় শরণার্থী সংকট। গত এক বছরে সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

আপনার ভাবনাকে সহজ করতে এলো বিসফটি। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ