আওয়ার ইসলাম: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় মৃদু ভূমিকম্পন অনুভূত হয়েছে।
বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪৩ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
জানা গেছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪।।ভারতের ত্রিপুরা রাজ্যে এর উৎপত্তিস্থল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সর্বপ্রথম দেশের উত্তরের জেলা নীলফামারিতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। কমপক্ষে ২০ সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে প্রাথমিকভাবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভুমিকম্পের সময় বিভিন্ন ভবনের লোকজন ছুটাছুটি করে রাস্তায় বের হয়ে আসেন।
এদিকে, ভারতের কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় ভূমিকম্প হয় বলে খবর পাওয়া গেছে।
গত ২৮ অগস্ট আগেই দুই মেদিনীপুর এবং হুগলিতে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল পাঁচের আশেপাশে।
এ দিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও কম্পন অনুভূত হয়। মালদহ, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়িতে কম্পন অনুভূত হয়েছে। আতঙ্ক ছড়িয়েছে মানুষের মনে।
সকাল ১০.২০ মিনিট নাগাদ কম্পনে কেঁপে ওঠে বিভিন্ন জেলা। কয়েক সেকেন্ড স্থায়ী হয় ক্মপন। রাস্তায় বেরিয়ে আসেন আতঙ্কিত মানুষ।
আরএম/