আওয়ার ইসলাম: পাকিস্তানে খরচ কমাতে ইমরান খানের সরকার নিষিদ্ধ করতে যাচ্ছে পনির, বিলাসী ফল, গাড়ি ও স্মার্টফোন। খবর বার্তা সংস্থা রয়টার্স-এর।
খবরে বলা হয়, পাকিস্তানের ইকোনমিক অ্যাডভাইজরি কাউন্সিল এক আলোচনায় সিদ্ধান্ত নিয়েছে যে, বিভিন্ন বিলাসবহুল জিনিসের আমদানি বন্ধ করা হবে পাকিস্তানে। এসব জিনিসের তালিকায় রয়েছে বিদেশি গাড়ি, স্মার্টফোন ও পনির।
নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই নতুন প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করছেন যে পাকিস্তান ঋণের বোঝায় আক্রান্ত। আর সেই ঋণ থেকে মুক্তি পেতে নানা উপায় খুঁজে বের করছেন তিনি।মূলত এ কারণেই ইমরান খানের সরকার এসব পণ্য পটাকিস্তানের বাজারে নিষিদ্ধ করতে চলেছে।
আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন
আরএম/