আওয়ার ইসলাম: বোট বিকল হয়ে বন্যার পানিতে বাংলাদেশ সীমানায় ভেসে আসা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্য ও দুই মাঝিকে ফেরত দিয়েছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের মোঘলহাট ক্যাম্প থেকে তাদের ফেরত পাঠানো হয়।
১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোর্শেদ জানান, বিএসএফ- ৩৮ ব্যাটালিয়নের গীতালদহ ক্যাম্পের সদস্যরা নৌকায় করে (কান্ট্রি বোট) তাদের অভ্যন্তরে টহল দিতে গিয়ে বোট বিকল হলে প্রবল স্রোতে ধরলা নদীতে ভেসে যায়।
এ সময় তারা সীমান্ত পিলার ৯২৭/৪-এস অতিক্রম করে বাংলাদেশের চার কিলোমিটার অভ্যন্তরে ভেসে আসে।খবর পেয়ে বিজিবি মোঘলহাট ক্যাম্পের সদস্যরা স্পিডবোটে ধরলা নদীর ঘেরুরঘাট এলাকা থেকে তিন বিএসএফ সদস্যসহ ওই পাঁচজনকে উদ্ধার করে।
পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর টেলিযোগাযোগের মাধ্যমে মঙ্গলবার দুপুরে তাদের ফেরত পাঠায় বিজিবি।
এদিকে বিকল কান্ট্রি বোটটি বিজিবির কাছে জমা রাখেন বিএসএফ সদস্যরা। এ সময় বিএসএফ কর্তৃপক্ষ বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বলেও জানা যায়।
এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার
আরও পড়ুন: সংসদে কওমি মাদরাসা বিল উত্থাপন
আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন
এটি/আওয়ার ইসলাম