আওয়ার ইসলাম: মিরপুর থানার চাঁদাবাজির মামলায় জামিন পেয়েছেন বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক জামিনের এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
জ্যোতির্ময় বড়ুয়া জানান, কথিত মিরপুর রোড শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক মো. দুলাল নামের এক ব্যক্তি গত ৪ সেপ্টেম্বর মোজাম্মেল হকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।
তবে আরেকটি মামলায় তাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের আবেদন থাকায় আপাতত তার কারামুক্তি মিলছে না।
এর আগে কথিত চাঁদাবাজির মামলায় গত ৫ সেপ্টেম্বর রাতে মোজাম্মেলকে গ্রেফতার করে মিরপুর মডেল থানার পুলিশ।
পরদিন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। আদালত সেদিন মোজাম্মেলের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরপর গত শনিবার মোজাম্মেলকে মিরপুর থানার চাঁদাবাজির মামলায় পুনরায় পাঁচ দিন রিমান্ডে নেয়ার আবেদন করে মিরপুর থানার পুলিশ। আদালত অবশ্য এ মামলায় মোজাম্মেলকে পুনরায় রিমান্ডে নেয়ার আবেদন নাকচ করে সেদিন তাকে কারাগারে পাঠান।
এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার
আরও পড়ুন: সংসদে কওমি মাদরাসা বিল উত্থাপন
আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন
আরএম/