আওয়ার ইসলাম: রাশিয়া অভিযোগ করেছে, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় মার্কিন বাহিনী ফসফরাস বোমা নিক্ষেপ করেছে। এতে কয়েকটি গ্রামে ব্যাপক অগ্নিকাণ্ডেরও ঘটনা ঘটে।
রাশিয়ার বার্তা সংস্থাগুলো জানাচ্ছে, দেশটির পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশের হাজিন নামে একটি গ্রামে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় শনিবার ওই বোমা হামলা করে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ভ্লাদিমির স্যাভচেঙ্কোচের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা ইতার-তাস জানায়, গত ৮ সেপ্টেম্বর মার্কিন বিমানবাহিনীর দুটি এফ-১৫ জঙ্গিবিমান ওই গ্রামে চালানো হামলায় ফসফরাস বোমা ব্যবহার করেছে।
এর আগেও সিরিয়ায় ফসফরাস বোমা ব্যবহার করেছিল মার্কিন বাহিনী। গত বছর রাকা শহরে এই বোমা ফেলা হয়েছিল। এতে শহরের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখিন হয়েছিল। নারী শিশুরা ব্যাপকভাবে মৃত্যুর মুখোমুখিও হয়েছিল সে সময়।
১৯৪৯ সালে স্বাক্ষরিত জেনেভা কনভেনশনের সম্পূরক প্রটোকল অনুযায়ী হলুদ ফসফরাসসমৃদ্ধ যে কোনো ধরনের সমরাস্ত্র ব্যবহার নিষিদ্ধ। এরপরও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তা লঙ্ঘন করে হামলা চালিয়ে যাচ্ছে।
বিসফটি কী, কিভাবে আপনার ব্যবসাকে সহজ করে? – বিস্তারিত জানুন
-আরআর