আওয়ার ইসলাম: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর করার জন্য কার্যক্রম নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে আবার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে অবসরের বয়স বাড়ানোর বিষয়েও কার্যক্রম গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে।
আজ সোমবার জাতীয় সংসদ ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চাকরিতে প্রবেশের বয়স ৩০ থেকে ৩৫ বছর করার জন্য সংসদীয় কমিটি এর আগে গত জুনে একবার সুপারিশ করেছিল।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজকের বৈঠকে ভূমি ব্যবস্থাপনা ও জমি ক্রয়-বিক্রয়সংক্রান্ত সরকার নির্ধারিত ফি অনলাইনের মাধ্যমে জমা দেওয়া এবং জমি নিবন্ধনের ফিসহ অন্যান্য বিষয় স্বচ্ছ করার জন্য আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে কমিটির সদস্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, এ বি এম ফজলে করিম চৌধুরী, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, মো. আবদুল্লাহ, মুস্তফা লুৎফুল্লাহ এবং খোরশেদ আরা হক বৈঠকে অংশ নেন।
আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন
আরএম/