শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল দুর্গাপুরে আগুনে পুড়ল কৃষকের গরু-ছাগল-গোয়ালঘর অন্যায় ভাংচুর যেভাবে অপরাধ, তথ্যসন্ত্রাসও তেমন অপরাধ: বায়তুল মোকাররমের খতিব বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতিতে পাঁচ দিনব্যাপী জোড় শুরু ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান চরমোনাই পীরের আ.লীগ আমল থেকে সংখ্যালঘুরা বেশি নিরাপত্তা পাচ্ছে বস্তাবন্দি শিশুর লাশ, পাশে ছিল মুক্তিপণের চিরকুট আইনজীবী আলিফ হত্যায় কাউকে ছাড় নয়: ধর্ম উপদেষ্টা

অর্থপাচার মামলায় বিসমিল্লাহ গ্রুপের নয়জনের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানিলন্ডারিংয়ের মামলায় বিসমিল্লাহ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খাজা সোলেমান আনোয়ার চৌধুরী, চেয়ারম্যান নওরিন হাসিবসহ নয়জনকে ১০ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আতিকুল্লাহ আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

এছাড়া কারাদণ্ডের পাশাপাশি মামলার অভিযোগের দ্বিগুণ (প্রায় ৩০ কোটি ৬৭ লাখ টাকা) পরিমাণ জরিমানাও করেছেন আদালত। জরিমানার এ অর্থ ৬০ দিনের মধ্যে তাদের রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন- বিসমিল্লাহ গ্রুপের পরিচালক ও খাজা সোলেমানের বাবা সফিকুল আনোয়ার চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক আকবর আজিজ মুতাক্কি, মহাব্যবস্থাপক মোহাম্মদ আবুল হোসেন চৌধুরী, ব্যবস্থাপক রিয়াজউদ্দিন আহম্মেদ, নেটওয়ার্ক ফ্রেইট সিস্টেম লিমিটেডের চেয়ারম্যান মো. আক্তার হোসেন এবং জনতা ব্যাংকের কর্মকর্তা মোস্তাক আহমদ খান এবং এস এম শোয়েব-উল-কবীর।

মামলার বিবরণে জানা যায়, একাধিক ব্যাংক থেকে ১ হাজার ২০০ কোটি টাকা

ঋণ জালিয়াতি, মুদ্রা পাচার ও দুর্নীতির অভিযোগে ২০১৩ সালের ৩ নভেম্বর বিসমিল্লাহ গ্রুপের চেয়ারম্যান নওরিন হাসিব, ব্যবস্থাপনা পরিচালক খাজা সোলায়মান চৌধুরীসহ ৫৪ জনের বিরুদ্ধে রমনা, মতিঝিল ও নিউ মার্কেট থানায় ১২টি মামলা করে দুদক।

দুদক পরিচালক ইকবাল হোসেন তদন্ত শেষে ২০১৫ সালের বিভিন্ন সময়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আজ রায় হওয়া এ মামলায় ১৫ কোটি ৩৩ লাখ টাকা পাচারের অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। মামলাটি বিচারকালে মোট ২৪ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল পরিবর্তন ডটকমকে বলেন, “বিসমিল্লাহ গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে মোট ১২টি মামলা করা হয়েছে। এর মধ্যে এটিই প্রথম রায়।

আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আসামির সবাই মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন।

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ