শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল দুর্গাপুরে আগুনে পুড়ল কৃষকের গরু-ছাগল-গোয়ালঘর অন্যায় ভাংচুর যেভাবে অপরাধ, তথ্যসন্ত্রাসও তেমন অপরাধ: বায়তুল মোকাররমের খতিব বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতিতে পাঁচ দিনব্যাপী জোড় শুরু ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান চরমোনাই পীরের আ.লীগ আমল থেকে সংখ্যালঘুরা বেশি নিরাপত্তা পাচ্ছে বস্তাবন্দি শিশুর লাশ, পাশে ছিল মুক্তিপণের চিরকুট

চলতি অধিবেশনে পাসের অপেক্ষায় যে ২৩ বিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশন আজ বিকালে শুরু হয়েছে। রোববার (০৯ সেপ্টেম্বর) বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।

জাতীয় সংসদের এ অধিবেশন চলছে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। এতে ২৩ বিল পাস হবে বলে জানা গেছে।

জানা যায়, চলতি অধিবেশনে সংসদে উঠছে বহুল প্রতিক্ষিত কওমি মাদরাসা সনদের স্বীকৃতির বিল। পাশাপাশি সড়ক পরিবহন, ডিজিটাল নিরাপত্তা আইনসহ (আরপিও) বেশ কিছু গুরুত্বপূর্ণ আইন পাসের অপেক্ষায় রয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, চলতি অধিবেশনে সংসদে বিবেচনার (পাস) জন্য তিনটি বিল এরই মধ্যে প্রস্তুত রয়েছে। সেগুলো হলো, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন বিল, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিল ও শিশু (সংশোধন) বিল।

সংসদীয় কমিটিতে পরীক্ষাধীন রয়েছে নয়টি বিল। সেগুলো হলো, ডিজিটাল নিরাপত্তা বিল, জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমি বিল, বস্ত্র বিল, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন) বিল, যৌতুক নিরোধ বিল, জাতীয় ক্রীড়া পরিষদ বিল, সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিল ও সার (ব্যবস্থাপনা) (সংশোধন) বিল।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

এছাড়াও সংসদে উত্থাপনের জন্য সংসদ সচিবালয়ে ১১টি বিল জমা হয়েছে। সেগুলো হলো, ওজন ও পরিমাপ মানদণ্ড বিল, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সস্টিটিউট বিল, মানসিক স্বাস্থ্য বিল, পণ্য উৎপাদনশীল রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান শ্রমিক (চাকরি শর্তবলী) বিল, কৃষি বিপণন বিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বিল, জাতীয় দক্ষতা উন্নয়ন বিল, সড়ক পরিবহন বিল, হাউজিং অ্যান্ড রিচার্স ইন্সটিটিউট বিল, বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন এবং সর্বশেষ তালিকায় রয়েছে কাওমি মাদরাসাসমূহের দাওরায়ে হাদিস (কামীল) এর সনদকে মাস্টার্স ডিগ্রী (ইসলামিক নস্টাডিজ ও আরবি)-এর সমমান প্রদান বিল।

গত ১৩ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে কওমি সনদের স্বীকৃতি আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। এর পর পরই আলেমগণ এটিকে জাতীয় সংসদে উত্থাপন করে আইন পাসের আহ্বান জানান।

২০১৭ সালে ১১ এপ্রিল গণভবনে ৩০০ আলেমের উপস্থিতিতে ধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে কওমি মাদরাসার দাওয়ায়ে হাদিসকে মাস্টার্সের সমমান ঘোষণা করেন।

বিসফটি কী, কিভাবে আপনার ব্যবসাকে সহজ করে? – বিস্তারিত জানুন

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ