আওয়ার ইসলাম: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই, শেখ হাসিনার সরকারের পদত্যাগ নয়।
তিনি বলেন, মাত্র ৩ মাসের জন্য শেখ হাসিনার পদত্যাগ চেয়ে কী করবো। তার চেয়ে জরুরি সুষ্ঠু নির্বাচন।
শনিবার রাজধানীর মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, জাতীয় ঐক্য এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারিতে আমরা নির্বাচনে যাইনি। তবে এ নির্বাচনেও যাবো না এমন নয়।
আর আগামী নির্বাচনে বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না, সেটি তাদের বিষয় বলেও মন্তব্য করেন কাদের সিদ্দিকী।
জাতীয় ঐক্য নিয়ে তিনি বলেন, যে ঐক্য গঠনের কথা শোনা যাচ্ছে তা এখনও গঠন হয়নি। এ আলাপ আলোচনা এখনো চলছে। জাতীয় ঐক্যের স্তম্ভ কৃষক-শ্রমিক-জনতা লীগ তৈরি করেছে। আমাদের বাদ দিয়ে জাতীয় ঐক্য গঠন হতে পারে না।
তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপিকে সমদূরত্বে রেখে জাতীয় ঐক্য গঠন করা উচিত। এখানে যদি বিএনপিকে টানা হয়, তাহলে আওয়ামী লীগও চলে আসতে পারে।
যতদিন বেঁচে থাকব বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে বেঁচে থাকব। দুঃখ হয়, বর্তমান আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে না।
এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার
-আরআর