আওয়ার ইসলাম: একটি সুষ্ঠু নির্বাচন আওয়ামী লীগের সবচেয়ে বেশি প্রয়োজন। বলে মন্তব্য করেছন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন শুধু বিএনপির জন্য নয়, এদেশের ১৬ কোটি মানুষের জন্য নয়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সবচেয়ে বেশি প্রয়োজন আওয়ামী লীগের। কিন্তু তারা আজকে নার্ভাস হয়ে গিয়েছে। তাই তারা আবোলতাবোল বলছে।
শনিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে যুব জাগপা’র কেন্দ্রীয় সম্মেলনে আবদুল মঈন খান এসব কথা বলেন।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তার সঙ্গে আলোচনায় বসতে হবে। তাঁর মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে।
দেশের জনগণ মনে করে, খালেদা জিয়ার মুক্তিই রাজনৈতিক সব সংকটের সমাধানের সূত্র।
তিনি বলেন, সরকার যদি এই আতঙ্কদশা থেকে বেরিয়ে আসতে চায়, যদি বাংলাদেশের রাজনীতিতে অধিষ্ঠ থাকতে চায়, যদি এদেশের মানুষের সত্যিকার কল্যাণ চায় তাহলে তার একমাত্র উপায় হলো একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানো।’
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, যুব জাগপার সহ-সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান প্রমুখ।
শায়েখ আরেফির জুমআর খুতবা ও দাওয়াতি কাজে বাধা
-আরআর