শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬


‘খালেদা জিয়াকে কারাগারে হত্যার চেষ্টা করছে সরকার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার খালেদা জিয়াকে কারাগারে হত্যার প্রচেষ্টা চালাচ্ছে। তিনি গুরুতর অসুস্থ হওয়ার পরও তার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না। এ নিয়ে আমরা বিস্মিত।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি আজ কারাগারে বন্দি। আমরা আজই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি পাঠাব। আমরা তার সঙ্গে দেখা করতে চাই, দেখা করে দেশনেত্রীর সুচিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানাতে চাই।

এর আগে বৃহস্পতিবার কারাগারে তার পরিবারের সদস্যরা খালেদাকে দেখে আসেন। তারা জানান, দেশনেত্রী অত্যন্ত অসুস্থ। তার বাম হাত ও বাম পা প্রায় অবশ হয়ে গেছে। অসহ্য ব্যথা অনুভব করছেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমরা কারা কর্তৃপক্ষকেও স্পষ্টভাবে বলতে চাই, আপনারা প্রজাতন্ত্রের কর্তৃপক্ষ। আপনাদের দায়িত্ব সুস্পষ্টভাবে আইন ও বিধান দ্বারা পরিচালিত। এই দায় আপনাদেরও বহন করতে হবে।

সরকার কারও কথা কর্ণপাত না করে খালেদা জিয়াকে পরিত্যক্ত নির্জন কারাগারে বন্দি রাখা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, হাবিবুল ইসলাম হাবিব প্রমুখ।

বিসফটি – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ