শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬


৭ সেপ্টেম্বর ঢাকায় হেফাজতের বিক্ষোভ স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে ৩ দফা দাবিতে ৭ সেপ্টেম্বর নির্ধারিত বিক্ষোভ স্থগিত করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজত ঢাকা মহানগরের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী।

তিনি বলেন, আমিরে হেফাজতের নির্দেশে আজ এ বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়।

গত ৩ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় ঢাকা মহানগর হেফাজতে ইসলামের বৈঠক থেকে এই কর্মসূচী ঘোষণা করা হয়েছিল। জামিয়া মাদানিয়া বারিধারায় অনুষ্ঠিত বৈঠকটির সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের নায়েবে আমীর ও ঢাকা মহানগর সভাপতি শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমী।

বৈঠকে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রব ইউসুফী, শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা নাজমুল হাসান, মুফতী মুনির হোসাইন কাসেমী, মুফতী জাকির হোসাইন, মাওলানা মূসা বিন ইজহার, মাওলানা শরীফুল্লাহ, মাওলানা মুহাম্মদ ফায়সাল আহমদ, মাওলানা মুজিবুর রহমান প্রমুখ।

ভিজিট ও সাবস্ক্রাইব করুন আওয়ার ইসলাম টিভি

তিন দফা দাবির মধ্যে রয়েছে, ১. ইসলাম নির্মূলবাদী নাস্তিক-মুরতাদদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান রেখে কঠোর আইন পাশ করে তা কার্যকর করতে হবে। ২. পূর্ণ নাগরিকত্ব, নাগরিক অধিকার এবং নিরাপত্তার নিশ্চয়তা আদায় করে রোহিঙ্গা শরণার্থীদেরকে তাদের নিজে দেশে ফেরত নিতে মিয়ানমার সরকারকে বাধ্য করতে বাংলাদেশ সরকারকে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিতে হবে।

৩. রোহিঙ্গা গণহত্যা, ধর্ষণ, বাড়ী-ঘরে অগ্নিসংযোগ এবং জাতি উচ্ছেদ অভিযানে জড়িত মিয়ানমারের মানবতাবিরোধী অপরাধী ও খলনায়কদের আন্তর্জাতিক আদালতে বিচারের লক্ষ্যে বাংলাদেশ সরকারকে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিতে হবে।

জানা যায়, রোহিঙ্গা ইস্যুতে চট্টগ্রামে হেফাজতে ইসলাম একটি বিক্ষোভ কর্মসূচি পালন করলে হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফী ঢাকাতেও বিক্ষোভ কর্মসূচি করার আদেশ দেন।

সে মতে বারিধারায় ঢাকা হেফাজতের নেতৃবৃন্দের বৈঠকে উক্ত তিন দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছিল।

তবে কেন ও কী কারণে কর্মসূচি স্থগিত করা হয়েছে তা জানাননি মাওলানা ফজলুল করীম কাসেমী।

এ বিষয়ে হেফাজতের ইসলামের কেন্দ্রীয় এক নেতার সঙ্গে যোগাযোগ করলে তিনি নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করে বলেন, আমিরে হেফাজতের আদেশে এ কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছিল। আজ তিনি প্রতিকূল পরিস্থিতির কারণে তা স্থগিতের নির্দেশ দেন।

-আরআর

বিসফটি – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ