আওয়ার ইসলাম: পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, খুব শিগগিরই মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে। শুরুতে তিন হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে।
আজ বুধবার সকালে রাজধানীর ন্যাশনাল ডিফেন্স কলেজে রোহিঙ্গা সংকট, চ্যালেঞ্জ ও সমাধান শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খুব শিগগিরই আমরা চিন্তা করছি যে, আমরা প্রথম ব্যাচের রিপ্যাট্রিশন হয়তো শুরু করব। তারিখ-টারিখ এখন বলতে পারব না।’
কতজন রোহিঙ্গা এই প্রথম ব্যাচের প্রত্যাবাসনে যুক্ত করা হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘তিন হাজারের বেশি তো ক্লিয়ারেন্স দিয়েছে, দেখা যাক।’ চলতি বছরেই ওই সব রোহিঙ্গাকে মিয়ানমারে পাঠানো হবে কি না এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের সুস্পষ্ট জবাব না দিয়ে তিনি বলেন, ‘ওই তো বললাম শিগগিরই, দেখা যাক।’
বিসফটি – বিস্তারিত জানুন
আরও পড়ুন: জাল নোট শনাক্ত করতে মোবাইল অ্যাপ
অারএম/