আওয়ার ইসলাম: আলোকচিত্রী শহীদুল আলমসহ নিরাপদ সড়ক আন্দোলনের সময় গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
তবে, সচিবালয়ে পৌঁছার আগেই প্রেসক্লাব এলাকায় পুলিশ তাদের বাধা দেয়। দুপুর একটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হন ছাত্র ফেরারেশনের সদস্যরা।
মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে দোয়েল চত্বর হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যায়। পরে প্রেসক্লাবের সামনে পুলিশ তাদের বাধা দেয়।
এসময়, ব্যারিকেড ভেঙ্গে সামনে যাওয়ার চেষ্টা করে বিক্ষোভকারীরা। এসময়, তারা প্রশ্ন তোলেন, 'নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলাকারী হেলমেট বাহিনীর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হয়নি? উল্টো আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।
বিসফটি – বিস্তারিত জানুন
এটি/আওয়ার ইসলাম