আওয়ার ইসলাম: প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, মিডিয়াকে নির্বাচনের তারিখ বলা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উচিত হয়নি। তিনি ভুল করেছেন।
বৃহস্পতিবার রাজধানীর হোটেল র্যাডিসনে দুই দিনব্যাপী এফইএমবিওএসএ-ফেমবোসা সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনের তারিখ বলা অর্থমন্ত্রীর কাজ নয়। তিনি ভুল করেছেন। আমরা তার সঙ্গে তারিখ নিয়ে আলোচনা করিনি।
সিইসি বলেন, আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম। সে জন্য সবরকম প্রস্তুতি চলছে আমাদের।
গতকাল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিত বলেন, আগামী ২০ দিনের মধ্যে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী আগামী ২৭ ডিসেম্বর দেশে জাতীয় নির্বাচন হতে পারে।
নির্বাচনকালীন সরকারে বিএনপির থাকার কোনো সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেছিলেন।
-আরআর