আওয়ার ইসলাম: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান, অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, বর্তমান নিষ্ঠুর সরকার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার পরিবর্তে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।
আর অবিলম্বে কারাগারে আদালত স্থাপনের প্রজ্ঞাপন বাতিল না করলে আইনি ব্যবস্থ নেয়া হবে বলে জানান তিনি। বৃহস্পতিবার সকালে হাইকোর্টে অ্যাডভোকেট জয়নুল আবেদীন এসব কথা বলেন।
জয়নুল আবেদীন বলেন, গত ৮ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।
সেই থেকে বেগম খালেদা জিয়া ঢাকা পুরাতন কেন্দ্রীয় কারাগারে অস্বাস্থ্যকর পরিবেশে বিনা চিকিৎসায় বন্দি রয়েছেন। বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার একটি হাত, একটি পা কাজ করে না। বিগত কিছু দিন পূর্বে তিনি মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন।
তিনি আরো বলেন, বেগম জিয়া ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেয়ার দাবি জানালেও তাকে কোনো চিকিৎসা দেয়া হয়নি। বর্তমানে তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ।
তার শারীরিক অবস্থা বর্তমানে এমন অবস্থায় উপনীত হয়েছে যে তিনি কারার অভ্যন্তরে যেকোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন।
এটি/আওয়ার ইসলাম
বিসফটি – বিস্তারিত জানুন