আওয়ার ইসলাম: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে গত বছর গোপনে হত্যার পরিকল্পনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের অসম্মতি থাকায় এ পরিকল্পনা সফল হয়নি। বিখ্যাত ওয়াটারগেট কেলেঙ্কারির ঘটনা ফাঁসের সঙ্গে জড়িত রিপোর্টার বব উডওয়ার্ডের লেখা নতুন এক বইয়ে এমনটা দাবি করা হয়েছে।
মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) ওয়াশিংটন পোস্ট ‘ফেয়ার: ট্রাম্প ইন দ্য হোয়াইট হাউজ’ শীর্ষক বইয়ের চুম্বক অংশ প্রকাশ করেছে। আগামী ১১ সেপ্টেম্বর বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
বইয়ে দাবি করা হয়েছে, ২০১৭ সালে ইদলিবের খান সায়খুন শহরে রাসায়নিক হামলার জন্য আসাদ সরকারের প্রতি ক্ষিপ্ত হয়ে জেমস ম্যাটিসকে ফোন করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফোনে তিনি প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মেরে ফেলার কথা বলেন। জেমসকে বলা হয়, 'লেট'স কিল হিম আসাদ’
যদিও হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডর্স এগুলোকে মনগড়া তথ্য বলে উড়িয়ে দিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দায়িত্ব নেওয়ার ২০ মাসে হোয়াইট হাউজে যে উত্তেজনা বিরাজ করছে তার বিস্তারিত বইটিতে তুলে ধরা হয়েছে।
বিসফটি – বিস্তারিত জানুন
আরও পড়ুন: ইদলিব অভিযান: এবার আমেরিকাকে পাল্টা সতর্ক রাশিয়ার
-আরএম