আওয়ার ইসলাম: অবৈধ অভিবাসী হিসেবে জানুয়ারি থেকে এ পর্যন্ত মালয়েশিয়ায় প্রায় সাত হাজার বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ‘বার্নামা’য় দেয়া এক বিবৃতিতে অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার বলেন, ‘৩ আগস্ট পর্যন্ত ৩০ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এদের বেশির ভাগই ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল, ভারত, ফিলিপাইন, কম্বোডিয়া ও মিয়ানমারের নাগরিক। যার মধ্যে প্রায় ৭ হাজার বাংলাদেশি রয়েছেন।’
তিনি আরো বলেন, ‘এ বছরের ১ জানুয়ারি থেকে ২৯ আগস্টের মধ্যে ৫,৯৫৯ জন বাংলাদেশিকে আটক করা হয়। মালয়েশিয়ায় বসবাসরত কয়েকজন বাংলাদেশি জানায়, ৩০ আগস্ট থেকে এ পর্যন্ত চালানো অভিযানে আটককৃতদের মধ্যে আরো হাজারখানেক বাংলাদেশি রয়েছেন।’
দেশটির কোটা কিনাবালু অঞ্চলে অবৈধ অধিবাসী আটক অভিযানের বরাতে মুস্তাফার বলেন, ‘অবৈধ অভিবাসীদের কাজ ও আশ্রয় দেওয়ায় গত ৩ আগস্ট এক হাজারেরও বেশি নিয়োগদাতাকেও আটক করা হয়েছে।’
তিনি বলেন, ‘দেশ জুড়ে ১০ হাজারের বেশি অভিযান পরিচালনা করে প্রায় এক লাখ বিদেশি শ্রমিককে জিজ্ঞাসাবাদ করে অবৈধ শ্রমিকদের আটক করা হয়েছে।’
এর আগে অভিবাসীদের আত্মসমর্পণ করার আহ্বান জানিয়ে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে অভিবাসন বিভাগ। এতে সাড়া না পাওয়ায় এই ধরপাকড় চলছে বলে জানান এই কর্মকর্তা।
বিসফটি – বিস্তারিত জানুন
আরএম/