আওয়ার ইসলাম: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধণ শ্রিংলা বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের কোনো ভূমিকা নেই। এ নিয়ে ভারত কোনো কথা বলতে চায় না। আমরা আমাদের এ অবস্থানটি ধরে রাখতে চাই।
বুধবার (৫ সেপ্টেম্বর) বিকালে পররাষ্ট্র সচিব এম শহিদুল হকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি একথা বলেন।
পররাষ্ট্র সচিবের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের এ বৈঠক প্রসঙ্গে হর্ষ বর্ধন শ্রিংলা জানান, এটি একটি রুটিন ওয়ার্ক। দুই দেশের মধ্যে চলমান একাধিক উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে বৈঠকে আলোচনা হয়।
আরও পড়ুন- রাসুল সা.-এর ২৪ ঘন্টার সংক্ষিপ্ত রুটিন
তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতার প্রশ্নে ভারতের চলমান উদ্যোগগুলোর অনেককিছুই কাছাকাছি সময়ে দৃশ্যমান হবে। দুই দেশের উচ্চ পর্যায়ের সফর বিনিময়ও হবে এই সময়ে।
ভারতীয় হাইকমিশনার বলেন, অর্থনৈতিক উন্নয়নে ঢাকা-নয়া দিল্লি একসঙ্গে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। বিদ্যুৎ ও জ্বালানি, সড়ক ও নৌ যোগাযোগসহ একাধিক খাতের উন্নয়নে দুই দেশ কাজ করছে।
বিসফটি – বিস্তারিত জানুন
আরএম/