আওয়ার ইসলাম: ‘ভাসমান সাংস্কৃতিক ভ্রমণ বাস্তবায়ন কমিটি’র উদ্যোগে গত শনিবার দিনব্যাপী সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুরের মানিকগঞ্জ বাজার থেকে নদীপথে বিছনাকান্দিস্থ পর্যটন কেন্দ্রে ভ্রমণ সম্পন্ন হয়।
মানিকগঞ্জ বাজার থেকে বিছানাকান্দি পর্যন্ত জাগরণ ইসলামী সাংস্কৃতিক দলের শিল্পীদের পরিবেশনায় ইসলামী ও দেশাত্মকবোধক সংগীতে ভ্রমণে অংশগ্রহণকারীদের মাতিয়ে রাখেন শিল্পীবৃন্দ।
ভাসমান সাংস্কৃতিক ভ্রমণ বাস্তবায়ন কমিটির আহবায়ক ও জাগরণ ইসলামী সাংস্কৃতিক দলের প্রধান পরিচালক হাফিজ মাওলানা আব্দুল করিম দিলদার ও সদস্য মাওলানা মাসুম আল মাদীর সার্বিক পরিচালনায় ভাসমান সাংস্কৃতিক ভ্রমণে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন সিলেটর বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনিতিবীদ মাওলানা খলিলুর রহমান।
মেহমান হিসেবে ভ্রমনে অংশ গ্রহণ করেন মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা কবীর আহমদ, মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, মাওলানা জাবির বারকোটি, মাওলানা মাসউদ আযহার, মাওলানা খালেদ আহমদ, মাওলানা ফয়ছল আহমদ, মাওলানা এমাদুদ্দীন লাহিন, আলহাজ্ব আব্দুল কাদির খান, হাফিয অয়েছ আহমদ, মাওলানা সালেহ আহমদ, হাফিয জাকির হোসাইন, মাওলানা শাহীদুর রহমান, মাওলানা আবুল হাসানাত, আব্দুল আহাদ রাহিন, সুলতান মাহমুদ, আব্দুল্লাহ সালমান হাফিয আল-আমিন, খায়রুল আমিন সাদিক, কাওছার আমিন সিকদার, জাকারিয়া সারওয়ার প্রমুখ।
ভাসমান সংস্কৃতিক অনুষ্ঠান অন্যান্যের মধ্যে সংগীত পরিবেশন করেন জাগরণ ইসলামী সাংস্কৃতিক দল এর সিনিয়র শিল্পী মাওলানা আব্দুল আহাদ, জাগরণ শিল্পী তারেক মনোয়ার, তারেক মাহমুদ, আব্দুস সালাম, ইয়ামিন আহমদ, জুবায়ের আহমদ জামিল, তানভীর আহমদ সহ জাগরণের শিশু-কিশোর শিল্পীবৃন্দ। বিজ্ঞপ্তি
বিসফটি – বিস্তারিত জানুন
-আরআর