আওয়ার ইসলাম: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিচারের জন্য কেন্দ্রীয় কারাগারের ভেতরে আদালত বসার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে বিচারক মামলার কার্যক্রম শুরু করবেন বলে জানা গেছে।
বিচার কাজ চলা সময়ে আসামি ও রাষ্ট্রপক্ষের ১২জন আইনজীবী কারাগারে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা বিশেষ জজ আদালত-৫ এর পেশকার তাজুল ইসলাম।
তিনি গণমাধ্যমকে বলেন, উভয় পক্ষের মিলিয়ে ১২জন আইনজীবী কারাগারের ভেতর আদালতে প্রবেশ করতে পারবেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়া আগামীকাল বুধবার (৫ সেপ্টেম্বর) পর্যন্ত জামিন রয়েছেন। এর আগে গত ৭ আগস্ট মামলাটি যুক্তিতর্ক শুনানির জন্য দিন নির্ধারিত ছিল। তবে খালেদা জিয়া অসুস্থ থাকায় ওই দিন তাকে আদালতে উপস্থিত করেনি কারা কর্তৃপক্ষ।
ব্যবসার নিয়ে জটিলতার দিন শেষ – বিস্তারিত জানুন
-আরএম