শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬


এক মঞ্চে দাঁড়িয় চার দলের শীর্ষ নেতাদের সরকার পতনের ডাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকার পতনের আন্দোলন গড়ে তুলতে একমঞ্চে ঐকমত্য প্রকাশ করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, বিকল্পধারা বাংলাদেশের সভাপতি বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

বুধবার (৫ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত ‘ইভিএম বর্জন জাতীয় নির্বাচন ও রাজনৈতিক জোট’ শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে সরকারের পতনের লক্ষে জাতীয় ঐক্যের ডাক দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির ব্ক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে ঐক্যবদ্ধ হতে হবে। আসুন, দেশ ও জাতির প্রয়োজনে ন্যূনতম কর্মসূচির মাধ্যমে ঐক্যবদ্ধ হই। দেশকে বাঁচাতে জাতীয় ঐক্য গড়ে তুলি।

অনুষ্ঠানে ড. কামাল হোসেন বলেন, বাংলাদেশ গড়তে, স্বৈরাচার হঠাতে জনগণের ঐক্য হয়েছিল। আজও সেইরকম একটি বৃহত্তর ঐক্য হতে যাচ্ছে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে শক্তিশালী করুন।

বিকল্পধারা বাংলাদেশের সভাপতি বদরুদ্দোজা চৌধুরী বলেন, নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্র হয় না। গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চালাবেন, তা বাংলার মানুষ মেনে নেবে না। হাতুড়ি দিয়ে, বন্দুক দিয়ে জনগণের ওপর হামলা করবেন আর জনগণ সহ্য করবে, তা ভাববেন না।

জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব বলেন, এ সরকারকে জনগণ ‘চায় না’ ।আসুন, এক মঞ্চে উঠে এই স্বৈরাচার সরকারকে বিদায় করি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই সরকার চোর। এই সরকারকে জনগণকে আর চায় না। আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে।

উল্লেখ্য, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন জোট হিসেবে কিছুদিন আগে সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশ, আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্যের সমন্বয়ে আত্মপ্রকাশ করে যুক্তফ্রন্ট।

বৃহত্তর ঐক্য গড়ে তোলার লক্ষ্যে পরবর্তীতে এই জোটে যুক্ত হয় ড. কামাল হোসেনের গণফোরাম। জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলকেও পাশে নবগঠিত জোট যুক্তফ্রন্ট।

বিসফটি – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ