শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


ইংরেজি অক্ষরে বাংলা ভাষায় বার্তা পাঠানো যাবেনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম:  ভাষার বিকৃতি বন্ধে গ্রাহকদের কাছে বাংলা অক্ষরেই বার্তা পাঠাতে হবে। কোনো এসএমএস পাঠানো যাবে না।

ইংরেজি অক্ষরের মাধ্যমে বাংলা বাক্য বা শব্দ লিখতে গিয়ে বাংলা ভাষার বিকৃতি হচ্ছে উল্লেখ করে অপারেটরগুলোকে এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি।

কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, গত সপ্তাহে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেয়া হয়েছে।

এ নির্দেশনার ফলে অপারেটরগুলো নিজেরা যেসব অফার বা প্যাকেজের তথ্য দিয়ে থাকে, সেগুলোর কিছুই আর ইংরেজি অক্ষরে বাংলা বাক্য লিখে প্রচার করতে পারবে না। একইভাবে সরকার বা আরও অনেকে অপারেটরদের মাধ্যমে যেসব সচেতনতামূলক তথ্য প্রচার করা হয় সেগুলোও এখন থেকে বাংলা অক্ষরেই পাঠাতে হবে।

এ বিষয়ে বিটিআরসির এক কর্মকর্তা জানান, সম্প্রতি এ নিয়ে সরকারের বিভিন্ন মহলে আলোচনা হয়। এর প্রেক্ষিতেই বিটিআরসি মোবাইল ফোন অপারেটরগুলোকে এমন নির্দেশনা দিয়েছে।

ব্যবসার নিয়ে জটিলতার দিন শেষ – বিস্তারিত জানুন

-আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ