এম এ মাজেদ ঢাকা অফিস: সোমবার রাজধানীর জাতীয় জাদুঘর কবি সুফিয়া কামাল মিলনায়তনে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে ঈদ পূনর্মিলনী, মানবাধিকার কর্মী সম্মেলন, মানবাধিকার সংরক্ষন ও বাস্তবায়নে আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভা ও মানবাধিকার বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অবঃ) এমপি । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ (সাঈদ শাওন)।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন, মানবাধিকার সাহিত্য পরিষদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক বিশিষ্ট মানবাধিকার নেত্রী কবি ফরিদা ইয়াসমিন। প্রধান আলোচক ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) ও সিনিয়র সহ-সভাপতি এডভোকেট কাজী শাহানারা ইয়াসমিন।
বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, তেজগাঁও সরকারী কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ও সংস্থার আজীবন সদস্য ড. রাজিয়া খানম লাকী,মানবাধিকার নেত্রী লায়ন হেলেন কবির, দূর্নীতি দমন কমিশনের পিপি এডভোকেট মোঃ কবির হোসাইন, বিশিষ্ট মানবাধিকার নেতা ড. গোলাম সারোয়ার,হিউম্যান রাইটস রিভিউ সোসাটির স্বাস্থ্য উপদেষ্টা ডা.মাহতাব হোসাইন মাজেদ, মানবাধিকার নেতা সাংবাদিক মোঃ ইব্রাহিম খলিল, মানবাধিকার নেতা সাংবাদিক মোঃ আলমগীর কবির, মানবাধিকার নেতা লায়ন মোঃ মেহেদী হাসান, মানবাধিকার নেত্রী লায়ন হেলেন কবির প্রমুখ।
অনুষ্ঠানের শেষান্তে মানবাধিকার নেতৃবৃন্দের মধ্যে পুরস্কার বিতরন করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে ডা.মাহতাব হোসাইন মাজেদ কে হিউম্যান রাইটস রিভিউ সোসাটির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টার পদক দিচ্ছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অবঃ) এমপি, ও সোসাইটির চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ (সাঈদ শাওন)।অনুষ্ঠান টি সরাসরি সম্পচার করা হয়েছে, চ্যানেল থ্রী বাংলা,এস আর টিভিতে।
ব্যবসার নিয়ে জটিলতার দিন শেষ – বিস্তারিত জানুন
-আরএম