আবদুল্লাহ তামিম: সিরিয়ার চলমান সংকট নিরসন ও দেশটির পুনর্গঠনে ইরান তার সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।
দামেস্ক সফরে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ জাওয়াদ জারিফ সোমবার এ ঘোষণা দেন। তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেমের সঙ্গে বৈঠকে করেছেন।
প্রেসিডেন্ট আসাদের সঙ্গে বৈঠকে জারিফ দ্বিপক্ষীয় স্বার্থ ও আঞ্চলিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেন। বৈঠকে দুজনই বলেন, পশ্চিমারা ইরান ও সিরিয়ার ওপর যে চাপ সৃষ্টি করে চলেছে তা কোনো দেশের নীতি এবং মূল্যবোধের ওপর প্রভাব ফেলতে পারেনি।
এর আগে জাওয়াদ জারিফ সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেমের সঙ্গে বৈঠক করেন। আগামী ৭ জুলাই তেহরানে রাশিয়া, তুরস্ক ও ইরানের প্রেসিডেন্টের মধ্যে সিরিয়া ইস্যুতে বৈঠক হতে যাচ্ছে।
এর আগে জারিফ আজ একদিনের জন্য সিরিয়া সফর করলেন। মুয়াল্লেম ও জাওয়াদ জারিফের বৈঠকে সিরিয়ার পুনর্গঠন ও দু দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় মুয়াল্লেম সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে ইরানের সহযোগিতার জন্য তেহরানকে ধন্যবাদ জানান।
সূত্র: আল-আরাবিয়া
ব্যবসার নিয়ে জটিলতার দিন শেষ – বিস্তারিত জানুন
আরো পড়ুন-
‘বর্তমানে ইসলামিক স্কুল নির্মাণ মসজিদ নির্মাণ থেকেও গুরুত্বপূর্ণ’
তালাকের মহামারি; সমাজের দুই বাহুর ভাবনা!
এটি/আওয়ারইসলাম