শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
আইনজীবী আলিফ হত্যায় কাউকে ছাড় নয়: ধর্ম উপদেষ্টা শীতে কাপছে পঞ্চগড়, তাপমাত্রা ১১.৪ ডিগ্রি কাদের মির্জার শ্যালক চট্টগ্রামে গ্রেফতার আয়নাঘরের অভিজ্ঞতা এত ভয়াবহ অনেকেই তা বলতে চায় না: নাহিদ চিন্ময়সহ ১৭ ইসকন সদস্যের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ ইসকন নিষিদ্ধের দাবিতে জুমার পর বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা

সিরিয়ার প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা ইরানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সিরিয়ার চলমান সংকট নিরসন ও দেশটির পুনর্গঠনে ইরান তার সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

দামেস্ক সফরে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ জাওয়াদ জারিফ সোমবার এ ঘোষণা দেন। তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেমের সঙ্গে বৈঠকে করেছেন।

প্রেসিডেন্ট আসাদের সঙ্গে বৈঠকে জারিফ দ্বিপক্ষীয় স্বার্থ ও আঞ্চলিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেন। বৈঠকে দুজনই বলেন, পশ্চিমারা ইরান ও সিরিয়ার ওপর যে চাপ সৃষ্টি করে চলেছে তা কোনো দেশের নীতি এবং মূল্যবোধের ওপর প্রভাব ফেলতে পারেনি।

এর আগে জাওয়াদ জারিফ সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেমের সঙ্গে বৈঠক করেন। আগামী ৭ জুলাই তেহরানে রাশিয়া, তুরস্ক ও ইরানের প্রেসিডেন্টের মধ্যে সিরিয়া ইস্যুতে বৈঠক হতে যাচ্ছে।

এর আগে জারিফ আজ একদিনের জন্য সিরিয়া সফর করলেন। মুয়াল্লেম ও জাওয়াদ জারিফের বৈঠকে সিরিয়ার পুনর্গঠন ও দু দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় মুয়াল্লেম সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে ইরানের সহযোগিতার জন্য তেহরানকে ধন্যবাদ জানান।

সূত্র: আল-আরাবিয়া

ব্যবসার নিয়ে জটিলতার দিন শেষ – বিস্তারিত জানুন

আরো পড়ুন-

‘বর্তমানে ইসলামিক স্কুল নির্মাণ মসজিদ নির্মাণ থেকেও গুরুত্বপূর্ণ’
তালাকের মহামারি; সমাজের দুই বাহুর ভাবনা!

এটি/আওয়ারইসলাম


সম্পর্কিত খবর