আওয়ার ইসলাম: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হঠাৎ করে দুর্ঘটনা বেড়ে গেছে। ঈদের সময় যা সবচেয়ে বেশি হয়েছে। তিনি বলেন, সদিচ্ছা থাকলে আর রেষারেষি না করলে সড়ক দুর্ঘটনা কমে যাবে। কিশোর-কিশোরিদের আমি সেলুট করি, তারা আন্দোলন করেছে বলেই সড়ক পরিবহন আইন আলোর মুখ দেখেছে। এই আইন চূড়ান্ত পর্যায়ে আছে।
আজ মঙ্গলবার বিকালে সড়ক দুর্ঘটনা নিয়ে জরুরি বৈঠকে তিনি এ কথা বলেন। দুর্ঘটনা রোধে বুদ্ধিজীবী, বিশেষজ্ঞ এবং পরিবহন নেতৃবৃন্দকে মন্ত্রণালয়ে ডেকে নিয়ে জরুরি বৈঠক করেন মন্ত্রী ওবায়দুল কাদের।
বৈঠকের বিষয়ে মন্ত্রী বলেন, পরামর্শ নিতে তিনি তাদেরকে ডেকেছেন। সভার শুরুতে নিরাপদ সড়ক চাই আন্দোলন নেতা ইলিয়াস কাঞ্চন বলেন, শুধু এক মন্ত্রীর পক্ষে এটা সম্ভব নয়।
মন্ত্রী বলেন, ২২টি শহরে ছোটছোট গাড়ি চলা প্রায় বন্ধ করা হয়েছে। আমরা নির্দেশ দিচ্ছি কিন্তু জনপ্রতিনিধিরাও এই ছোটগাড়ি সড়কে নামাচ্ছেন। রাজনৈতিক লোকেরা কোনো কেয়ার করে না।
ব্যবসার নিয়ে জটিলতার দিন শেষ – বিস্তারিত জানুন
-আরএম