আওয়ার ইসলাম: বাসচালকদের বেতনভুক্ত না করলে রুট পারমিট বন্ধ করে দেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ডিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, চুক্তিতে পারিশ্রমিক নয়, বাসচালকদের বেতনভুক্ত করতে হবে। অন্যথায় রুট পারমিট বাতিল করা হবে।
মাসব্যাপী ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় সড়কে শৃঙ্খলা না ফেরার কারণও জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
তিনি বলেন, বেশিরভাগ মানুষের আইন না মানার প্রবণতা রয়েছে। এ জন্য সড়কে শৃঙ্খলা ফিরছে না।
রাজধানীর জাহাঙ্গীরগেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত মডেল ট্রাফিক সিস্টেম চালু করা হবে বলে জানান তিনি।
এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন
আরএম/