আবদুল্লাহ তামিম: সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় ২০৩০ সালের হজ মৌসুমে ৩ কোটি হাজির লক্ষ্যমাত্রা নির্ধারণের পরিকল্পনা প্রণয়ন শুরু করেছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে হজ মন্ত্রণালয় এ পরিকল্পনা তৈরি করছে।
হজযাত্রীদের ভিসা ইস্যু করার ক্ষেত্রে এখন থেকেই সে সংখ্যা বৃদ্ধি করা হবে। ২০৩০ সালের দৃষ্টিভঙ্গি অনুযায়ী প্রতি বছর এ সংখ্যা বৃদ্ধি করে ২০৩০সালের মধ্যেই ৩ কোটি করার লক্ষ্যমাত্রায় পৌঁছাতে চায় সৌদি।
হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী আবদুল ফাতাহ বলেন, এ বছর হজের মৌসুম শেষ হলেও উমরা পালনে এখনই সৌদি আরবের বাইরে থেকে সাত লাখেরও বেশি নিবন্ধিত হয়েছে।
এ সংখ্যাও বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে সৌদি সরকার।
বিবৃতিতে তিনি ঘোষণা করেন, ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০২২ সালের মধ্যে দেড় কোটি হাজির ব্যবস্থাপনা সম্পন্ন করবে সৌদি। আর সেটা ২০৩০ সালে ৩ কোটি ছাড়িয়ে যাওয়ার পরিকল্পনাও করা হয়েছে।
তিনি আরো বলেন, এখন আমরা ৫মিলিয়ন হাজির ব্যবস্থাপনা করে যাচ্ছি। আশা করি ভিশন ২০৩০ এর পরিকল্পনা অনুযায়ী তার নির্ধারিত সংখ্যা আমরা পূরণ করতে পরবো।
ব্যবসার নিয়ে জটিলতার দিন শেষ – বিস্তারিত জানুন
তিনি পরিবহন ব্যবস্থা সম্পর্কে বলেন, বিমানবন্দরে হজযাত্রীদের আগমনের জন্যও একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিমানযাত্রীদের প্রক্রিয়াকরণ সময় কমিয়ে ২০৩০ সালের মধ্যে সেটা ৪০ মিনিট থেকেও কমিয়ে অানার পরিকল্পনা রয়েছে।
তিনি আরো যোগ করেন, এ বছর আমরা পার্শ্ববর্তি কয়েকটি দেশের ক্ষেত্রে পরীক্ষামূলক ব্যবস্থাপনা গ্রহণ করেছি, হাজিরা তাদের বিমান থেকে নেমেই বাসে ওঠে যাবে। তাদের অপেক্ষাও করতে হবে না। এ ব্যবস্থা আগামী বছর থেকে সব দেশের জন্য চালু করবো।
ভিশন ২০৩০ এর মাধ্যমে আমরা হজ ব্যবস্থাপনাকে সুন্দর ও সুচারুরূপে বিশ্বের মুসলিমদের উপহার দিতে চাই।
সূত্র: আরব নিউজ
‘বর্তমানে ইসলামিক স্কুল নির্মাণ মসজিদ নির্মাণ থেকেও গুরুত্বপূর্ণ’
তালাকের মহামারি; সমাজের দুই বাহুর ভাবনা!
-আরআর