আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন আজ (মঙ্গলবার) প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ৩ জন প্রার্থী নির্বাচন করছেন।
ক্ষমতাসীন দল তেহরিকে ইনসাফের (পিটিআই) প্রার্থী করা হয়েছে ড. আরিফ আলভিকে। পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) থেকে এজাজ আহসান এবং জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান প্রার্থী হয়েছেন।
পাকিস্তানে জাতীয় নির্বাচনে হেরে যাওয়ার পর মুসলিম লিগ, পিপিপি ও জমিয়তজোটসহ অন্যান্য কয়েকটি দল যৌথভাবে আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ হয়েছিল। তারা আশা করেছিলেন প্রেসিডেন্ট নির্বাচনে যৌথভাবে এককপ্রার্থী দেবেন।
মুসলিম লিগসহ অন্যান্য দল জমিয়ত প্রধান মাওলানা ফজলুর রহমানকে মনোনীত করলেও পিপিপি তা মেনে নিতে পারেনি। এ কারণে দলটি আলাদা প্রার্থী দিয়েছে।
ফলে নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্তে ব্যাপক দৌড়ঝাঁপ করেছে বিরোধী দলগুলো। একক প্রার্থী নির্ধারণের চেষ্টা চালাচ্ছেন।
এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন
পাকিস্তানের সাধারণ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরাই ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত করে থাকেন। তবে বিরোধী দল বিভক্ত হয়ে প্রার্থী দেয়ায় প্রধানমন্ত্রী ইমরান খানের দল সুবিধাজনক অবস্থানে চলে আসবে।
রোববার পিএমএলএন নেতারা পিপিপির নেতৃত্বের কাছে আহ্বান জানায়, তাদের প্রার্থী এজাজ আহসানকে প্রত্যাহার করে নিতে। একই সঙ্গে আহ্বান জানায় বিরোধীদলীয় প্রার্থী হিসেবে মাওলানা ফজলুর রহমানকে সমর্থন দিতে। কিন্তু এতে এখন পর্যন্ত রাজি হয়নি পিপিপি। বরং দলটি আশা করছে মাওলানা ফজলুর রহমানকেই সরিতে তাদের প্রার্থীকে সমর্থন করতে।
নির্বাচন সামনে রেখে বিরোধী দলগুলোর মধ্যে এমন ফাটল সুবিধা পাবে ইমরান খানের দল। তারা মনে করছে বিরোধীদের মধ্যে অনৈক্যের ফলে তেহরিকে ইনসফের প্রার্থীই জয়ী হবেন।
খোদা কি ওয়াস্তে হামে বাংলাদেশ বানা দো (ভিডিও)
-আরআর