আবদুল্লা তামিম: ভারতের কলকাতায় একটি রেললাইনের ওপর দিয়ে যাওয়া ফ্লাইওভারের একাংশ ভেঙে পড়ার পর অন্তত ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।আরো অনেকে ধ্বংসস্তুপের ভেতর আটকা পড়েছেন বলে আশংকা করা হচ্ছে।
পুলিশ বলছে, তারা অন্তত পাঁচটি মৃতদেহ উদ্ধার করেছেন। পরে আহতদের একজনকে মৃত ঘোষণা করেছেন।
ভেঙে পড়ার সময় ফ্লাইওভারটির ওপর দিয়ে অনেক যানবাহন চলছিল। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিকেল পাঁচটার দিকে দক্ষিণ কলকাতার আলিপুরের মাঝেরহাট এলাকায় ধসে পড়ার ঘটনাটি ঘটে।
রেললাইন ও তার পাশ দিয়ে বয়ে যাওয়া একটি খালের ঠিক ওপরে ফ্লাইওভারের খানিকটা অংশ সম্পূর্ণ ভেঙে মাটিতে পড়েছে, আর একটি অংশ কোণাকুণি হয়ে আছে।
ধসে পড়া অংশটি বিরাট খাদের মতো দেখাচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর ছবিতে দেখা যাচ্ছে, একাধিক গাড়ি ও একটি বাস সেখানে আটকে আছে।
কলকাতার দক্ষিণাঞ্চলের সাথে সংযোগ রক্ষাকারী একটি ব্যস্ত রাস্তার ওপর ফ্লাইওভারটি তৈরি। ঘটনাস্থলে এখন ব্যাপক উদ্ধার তৎপরতা চলছে যাতে পুলিশ ও সেনাবাহিনীও যোগ দিয়েছে।
সূত্র: বিবিসি
ব্যবসার নিয়ে জটিলতার দিন শেষ – বিস্তারিত জানুন
‘বর্তমানে ইসলামিক স্কুল নির্মাণ মসজিদ নির্মাণ থেকেও গুরুত্বপূর্ণ’
তালাকের মহামারি; সমাজের দুই বাহুর ভাবনা!
আরএম/