শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


ভুয়া ছবিতে রোহিঙ্গাবিরোধী প্রচার; ক্ষমা চাইল মিয়ানমার সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গাদের বিরুদ্ধে অপপ্রচার করতে গিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ছবি দিয়ে বই প্রকাশ করায় ক্ষমা চাইল মিয়ানমার সেনাবাহিনী।

সম্প্রতি প্রকাশিত একটি বইয়ে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের অপরাধ ফুটিয়ে তুলতে দুটি ছবি ‘ভুলভাবে’ প্রকাশ করে। এ বিষয়ে রয়টার্স একটি প্রতিবেদন প্রকাশ করলে আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি তোলপাড় হয়।

মিয়ানমারের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলেছে, এই ভুলের জন্য পাঠক এবং ওই ছবি দুটির আলোকচিত্রীদের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

জানা যায়, রোহিঙ্গা সঙ্কটের ‘আসল সত্য’ প্রকাশের ঘোষণা দিয়ে মিয়ানমারের সেনাবাহিনীর গত জুলাই মাসে বইটি প্রকাশ করে, যেখানে অন্য দেশের পুরনো দুটি ছবি ব্যবহার করে রাখাইনের রোহিঙ্গাদের নিয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়। আরেকটি ছবির ক্যাপশনে দেওয়া হয় ভুয়া তথ্য।

গত জুলাইয়ে ইংরেজি ও বর্মী ভাষায় প্রকাশ হয় বইটি। এটি প্রকাশ করে মিয়ানমারের সেনাবাহিনীর প্রচার শাখা ‘ডিপার্টমেন্ট অব পাবলিক রিলেশনস অ্যান্ড সাইকোলজিকাল ওয়ারফেয়ার’।

রোহিঙ্গাবিরোধী প্রচারণায় ভুয়া ছবি দিয়ে ধরা খেলো মিয়ানমার

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ