ইলিয়াস সারোয়ার: স্থানীয় ইতিহাস-সংস্কৃতি বিষয়ক সাময়িকী হালুয়াঘাট দর্পণ'র উদ্যোগে গতকাল (৩০ আগস্ট) বিকেলে এক মননশীল সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে ৷
হালুয়াঘাট মুক্তিযোদ্ধা সংসদের অস্থায়ী কার্যালয়ে সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ’র সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয় ।
হালুয়াঘাট দর্পণ'র প্রধান সম্পাদক ইলিয়াস সারোয়ার'র উপস্থাপনায় সাহিত্য সভার প্রথম অধিবেশন শুরু হয় বিকেল ৩টার পর। চলে ৫টা পর্যন্ত।
এতে হাফেজ ওয়াজিদুল ইসলাম রুম্মানের কণ্ঠে পৃথিবীর বিশুদ্ধতম ও সর্বশ্রেষ্ঠ সাহিত্য সম্বলিত মহাগ্রন্থ আল কুরআনের অংশ বিশেষ আবৃত্তির পর উপস্থাপিত হয় স্বরচিত ছড়া, কবিতা, ছোটগল্প, ফিচার পাঠ এবং সংশ্লিষ্ট আলোচনা।
ছড়া ও কবিতা পাঠ করেন আবদুল করিম ফরাজী, মোজাম্মেল খান চাঁদশ্রী, খোরশেদ আলম মুক্তা, আবদুল্লাহ আল মামুন শিকদার, আনোয়ার হোসাইন, মোঃ ইবরাহীম, আবদুল হাই, আবির আবরার প্রমুখ ৷ ফিচার ও ছোটগল্প পাঠ করেন যথাক্রমে বদরুদ্দোজা সোহেল ও খোবায়েব আল হাসান ৷
আলোচনা করেন জাতীয় পর্যায়ে সমাদৃত আলোচক এনামুল হক মন্ডল, সাংবাদিক হুমায়ুন কবির মানিক ও কারী নাসির উদ্দীন ৷
দ্বিতীয় অধিবেশন শুরু হয় বিকেল ৫টা ২০ মিনিটে। চলে ৬টা ৩৫ মিনিট পর্যন্ত। এতে ছিল স্থানীয় ও জাতীয় পর্যায়ের কবি-সাহিত্যিকদের সুচিন্তিত দিক-নির্দেশনামূলক আলোচনা।
এতে বক্তব্য দেন- বিশিষ্ট সাহিত্যিক মুহাদ্দিস আমির ইবনে আহমদ, সমাজকর্মী মাসুদ করিম, সমাজসেবক হাফিজ উদ্দীন, কবি মির্জা তাওফিক হাসান বেগ, কবি মোজাম্মেল খান চাঁদশ্রী, অভিজিৎ রায়, বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ প্রমুখ ৷
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আনসারুল হক রাসেল, আবদুল কাইয়ুম, আব্দুল জব্বার, শিশির বেগ, আল আমিনসহ প্রায় অর্ধ শতাধিক ব্যক্তি ৷
এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন