শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬


এক বছরে মানসিক রোগী ইসরাইলের ৪০ সেনা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, গত এক বছরে ইসরাইলের ৪০ হাজার সেনা সদস্যকে মানসিক চিকিৎসা দিতে হয়েছে।

প্রতি বছর দেশটির হাজার হাজার সৈন্য মানসিক রোগী হয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

রোববার সন্ধ্যায় নিজ দলের সমর্থকদের উদ্দেশে টেলিভিশনে দেয়া এক বক্তৃতায় তিনি এসব তথ্য জানান।

হাসান নাসরুল্লাহ বলেন, ইসরাইলি গণমাধ্যমের খবর অনুযায়ী, গত বছর ৪৪ হাজার ইসরাইলি সেনাকে মানসিক রোগের চিকিৎসা করাতে হয়েছে।

সেনাদের স্মৃতিতে এখনো হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে পরাজয়ের গ্লানি রয়ে গেছে যা ইসরাইলি কর্মকর্তারা শত চেষ্টা করেও দূর করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, এই মনস্তাত্ত্বিক চাপের কারণেই হিজবুল্লাহর সঙ্গে পেরে উঠবে না ইসরাইলি বাহিনী। ইসরাইলি সেনাবাহিনীর কোনো নৈতিক লক্ষ্য না থাকায় ওই বাহিনীর সদস্যদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে।

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ