শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসানের ইন্তেকালে খেলাফত মজলিসের শোকপ্রকাশ কাল ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় রোজায় বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে: বাণিজ্য উপদেষ্টা মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে বিএনপি মহাসচিবের শোক রাষ্ট্রপতি নির্বাচনসহ যেসব সুপারিশ সংস্কার কমিশনের বাংলাদেশিদের সুখবর দিলো ইতালি, পুনরায় ভিসা দেওয়ার সিদ্ধান্ত হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনে কোনো সাফাই নয়: সারজিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে সিলেট মহানগর জমিয়তের শোক পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু দাবি পূরণে ৭ দিনের আল্টিমেটাম ব্যাটারিচালিত রিকশাচালকদের

‘এবার চামড়া কালেকশনে প্রভাবশালীদের বাধার মুখে পড়তে হয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্যাগের মহীমায় সারাদেশে পালিত হলো পবিত্র ঈদ উল আজহা। আর এই ঈদুল আজহা'য় ব্যাস্ত সময় পাড় করে গরু ব্যাবসায়ী,কামারী। কসায়,কিংবা চামড়া ব্যাবসায়ী।

অনেকের পেশায় ভিন্নতা থাকলেও বেশীরভাগ নিম্নশ্রেণীর মানুষ রা নেমে পড়েন সেদিন কসায় এর কাজে!
চামড়া এমনই একটি দ্রব্য যেটি বিক্রয় করে লাভবান হওয়ার আশায় অনেক শ্রেণি'র মানুষ চামড়া কালেকশনে নামেন। তেমনিভাবে চামড়া কালেকশনে প্রতিবার এর মতো পিছিয়ে নেই দেশের অন্যতম মাদরাসাগুলো।

এবছর চামড়ার মূল্য অন্য বারের তুলনায় অতটা লাভবানের ছিল না। এ বিষয়ে খোঁজ নিয়ে সাক্ষাৎকার এর জন্য আওয়ার ইসলাম টিম চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামিয়া কোরআনিয়া ঝাউতলা মাদরাসার যায়।

সেখানকার প্রতিষ্ঠাতা পরিচালক শাইখুল হাদিস মাওলানা আলী উসমান এর সঙ্গে কথা বলে চামড়া বিষয়ক  অনেক কথা বেড়িয়ে এসেছে।

মাওলানা আলী উসমান যিনি বর্তমানে হেফাজতে ইসলামের চট্টগ্রাম মহানগরের সহসভাপতি ও বেফাকের চট্টগ্রাম সভাপতি ও খেলাফতে মজলিশের নায়েবে আমিরের এক অনন্য দায়িত্বে নীবিড়ভাবে নিয়োজিত রয়েছেন। তার সঙ্গে কথা বলেছেন জুনায়েদ হাবীব

আওয়ার ইসলাম: আপনাদের মাদরাসায় কত বছর যাবত চামড়া কালেকশন করে আসছেন?

মাওলানা আলী উসমান: শহর ও শহরতলীর অনেক মাদরাসা এখনো অনেকাংশ কুরবানীর মৌসুমে মাদরাসার সার্বীক উন্নতির জন্য একটা আর্থিক সহযোগিতা পাওয়ার চেষ্টা চালায়। এতে মাদরাসার ছাত্রদের খোরাকীসহ নানান বকেয়া আদায়ে সক্ষম হয়।

যেহেতু কওমি মাদরাসা সরকারী কোনো অনুদান পায় না। আমার এই মাদরাসা প্রতিষ্ঠা হয় ৪৫ বছর হয়েছে সুতরাং সেই হিসেবে আমরা দীর্ঘ ৩০ বছর যাবৎ চামড়া কালেকশন করে আসছি

আওয়ার ইসলাম: প্রতিষ্ঠার কত বছর হয়েছে ?

মাওলানা আলী উসমান: এবছর আমাদের প্রতিষ্ঠার ৪৫ বছরে পা রাখলাম

আওয়ার ইসলাম: এ বছর কেমন লাভবান হয়েছেন?

মাওলানা আলী উসমান: গত দু বছর আগের ন্যায়ে এই বছর অনেকটা কম যা দেশের কওমি মাদরাসা গুলোর জন্য একটি উদ্বেগ জনক বিষয়। তারপর ও আমার ভালই লাভবান হয়েছি আলহামদুলিল্লাহ।

আওয়ার ইসলাম: অন্য বছররের তুলনায় এবার মন্দা শুনেছিলাম চামড়ার বাজার আসলে ব্যপারটা কিছু জানেন না কি ??

মাওলানা আলী উসমান: অন্যবছরের তুলনায় চামড়ার বাজার অনেকটাই খারাপ যা আমাদের জন্য দুঃখ্যজনক বিষয় তবে গতবছর গুলোতে আমরা চামড়া স্বল্পমুল্যে কিনলেও এবছর আমাদের চামড়া কিনতে হয়নি তেমন। যার কারণে অনেকেই বিত্তবান রা আমাদের বিনামূল্য মাদ্রাসা'য় চামড়া দান করেছে

আওয়ার ইসলাম: আমরা যতটুকু যানি যে চামড়া কালেকশনে করতে গিয়ে এলাকার প্রভাবশালীদের বাধার মুখে পড়ে ঠিক তেমনি ভাবে আপনার ছাত্রদের চামড়া কালেকশন করতে গিয়ে কি প্রভাবশালীদের বাধার মুখে পড়েছে?

মাওলানা আলী উসমান: মাদ্রাসা ছাত্রদের চামড়া কালেকশনে বাধা দিচ্ছে প্রভাবশালীরা এটি দেশে নতুন নয় তবে এবার আমদের কোন ছাত্র বাধার মুখে পড়েনি তবে শুনেছিলাম ঢাকার একটি মাদরাসার ছাত্র কে চামড়া কালেকশনে বাধা দিয়ে তাকে গুরুতর আহত করেছে এর জন্য আমি প্রশাসনের কাছে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়

আওয়ার ইসলাম: ছাত্ররা কালেকশন করে ঈদের দিন থাকে তাদের জন্য আপানারা কী করেন?

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

মাওলানা আলী উসমান: আমাদের মাদরাসা ঈদ উল আজহা তে সকালে মোরগ পোলাও সেমাই ও নানান বাহারী খাবারের আয়োজন করে থাকি মাদ্রাসার ছাত্রদের জন্য

আওয়ার ইসলাম: এবার কতজন ছাত্র কাজ করেছে ? তাদের আনন্দের জন্য আপনারা কী করেন।

মাওলানা আলী উসমান: এবার প্রায়ই ২০০ ছাত্র চামড়ার কালেকশনে আমাদের সহযোগীতা করেছে। সবচেয়ে আনন্দের কথা আমাদের প্রাক্তন ছাত্ররা ও যুক্ত হয় এই চামড়া কালেকশনে।

আর ছাত্রদের রাতদিন অক্লান্ত পরিশ্রমের পর তাদের জন্য আমাদের মাদরাসা পক্ষ হতে সবাইকে চামড়ার কাজ উপলক্ষে পাচশ টাকা করে দেওয়া হয়

আওয়ার ইসলাম: আপনাকে আওয়ার ইসলামকে মুল্যবান সময় দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদন

মাওলানা আলী উসমান: আপনাকে ও ধন্যবাদ

আরো পড়ুন–

সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা
প্রিয়নবির স্মৃতি বিজড়িত মসজিদে নামিরা থেকে হজের খুতবা
মসজিদে নববীর অদূরে ঐতিহাসিক ৩ মসজিদ

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ