আবদুল্লাহ তামিম: ইরানের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মোট ৫৮ টি অ্যাকাউন্ট ডিলিট করার ঘোষণা দিয়েছে গুগল।
বন্ধ করে দেয়া এই ৫৮ টি অ্যাকাউন্টের মধ্যে রয়েছে ৩৯ টি ইউটিউব চ্যানেল, ১৩ টি গুগল প্লাস অ্যাকাউন্ট এবং ৬ টি ব্লগার অ্যাকাউন্ট।
সম্প্রতি ইরান এবং রাশিয়া থেকে চালানো কয়েকশ ফেসবুক ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেয় সামাজিক যোগাযোগের শীর্ষ প্ল্যাটফর্ম ফেসবুক। ফেসবুকের এই সিদ্ধান্তের কয়েকদিন পরেই এমন ঘোষণা দিলো গুগল।
ধারণা করা হচ্ছে বিদেশি এজেন্টরা জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলোতে বানোয়াট তথ্য ছড়িয়ে ফায়দা নেয়ার চেষ্টা করছে। এসব অপচেষ্টা বন্ধ করতে ব্যবস্থা নিতে শুরু করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।
গুগলের বৈশ্বিক সম্পর্ক বিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কেন্ট ওয়াকার একটি ব্লগ পোস্টে জানান, ডিলিট করা প্রত্যেকটি অ্যাকাউন্টের সঙ্গে ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং বা আইআরআইবি’র সম্পৃক্ততা পাওয়া গেছে।
সূত্র: সিএনএন
আরো পড়ুন– সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা
ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক
এটি/আওয়ার ইসলাম