শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


চূড়ান্ত ঝুঁকির মধ্যে রোহিঙ্গা শিশুরা : ইউনিসেফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এখনও রাখাইনে অবস্থান করা রোহিঙ্গা শিশুরা চূড়ান্ত ঝুঁকির মধ্যে আছে বলে জানিয়েছে ইউনিসেফ। এছাড়াও, মিয়ানমার সরকারের সঙ্গে চুক্তির পরও রাখাইনে কার্যকর প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে জাতিসংঘ।

বৃহস্পতিবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের জ্যেষ্ঠ যোগাযোগ উপদেষ্টা সিমন ইনগ্রাম জানান, মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের কারণে কয়েক লাখ রোহিঙ্গা শিশু বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের আবাসন এবং মানবিক সমন্বয়ক বার্তা সংস্থা রয়টার্সকে জানান, গত জুনে ইউ/এন/ডি/পি এবং ইউ/এন/এইচ/সি/আর মিয়ানমারের নেত্রী অং সান সুচির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছিল। যার আওতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রস্তুতি দেখতে রাখাইনে পূর্ণাঙ্গ প্রবেশের অনুমতি দেওয়ার কথা ছিল।

কিন্তু কয়েক মাস অতিবাহিত হলেও সব অঞ্চলে জাতিসংঘের প্রতিনিধি দলকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ