বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ।। ৫ ফাল্গুন ১৪৩১ ।। ২০ শাবান ১৪৪৬

শিরোনাম :
মারা যাওয়া তাকরিম বিশ্বজয়ী হাফেজ নন, গুজব না ছড়াতে অনুরোধ হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল এটিএম আজহারুলের মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে : ডা. শফিকুর রহমান সমকামিতার মত জঘন্য বিষয়ের স্বাভাবিকীকরণ মেনে নেয়া হবে না : হাবিবুল্লাহ মিয়াজী সংস্কার না করে গোঁজামিলের আশ্রয় নিয়ে নির্বাচন হলে জনগণ মেনে নেবে না : এটিএম মাসুম সফির উদ্দিন হাই স্কুল এন্ড কলেজের প্রতিযোগিতা পুরস্কার  বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কুয়েটে দুই গ্রুপের সংঘর্ষ, ২ প্লাটুন বিজিবি মোতায়েন ভারতের সঙ্গে অন্যায্য চুক্তি বাতিল করতে হবে: তারেক রহমান পাসপোর্টে বাতিল হলো পুলিশ ভেরিফিকেশন কুয়েটে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

অ্যানড্রয়েডে একাধিক গুগল অ্যাকাউন্ট ব্যবহার করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অ্যানড্রয়েড ফোনে একাধিক গুগল অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ রয়েছে। অ্যানড্রয়েডের হালনাগাদ ভার্সনে এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। জেনে নিন অ্যানড্রয়েড ফোনে একাধিক গুগল অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ।

স্টেপ ১। ধরুন আপনার ইতিমধ্যেই একটি গুগল অ্যাকাউন্ট রয়েছে। এবার হোম স্ক্রিনে গিয়ে সেটিংসে ক্লিক করুন। এর পরে অ্যাকাউন্ট সিলেক্ট সিলেক্ট করুন।

স্টেপ ২। এখানে অ্যাড অ্যাকাউন্ট অপশন দেখতে পাবেন। এর পাশেই থাকবে একটি + চিহ্ন। স্ক্রিনের নিচের দিকে এই অপশন চোখে পড়বে। এখানে ট্যাপ করে লিস্ট থেকে গুগল সিলেক্ট করুন। এখানে আপনাকে ডিভাইসের পাসওয়ার্ড বা পিন বা ফিঙ্গারপ্রিন্ট থেকে অথেন্টিকেশন করতে হবে।

স্টেপ ৩। এবার যে গুগল অ্যাকাউন্ট যোগ করতে চান তার ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। আপনার আলাদা কোন গুগল অ্যাকাউন্ট না থাকে এখানেই নতুন অ্যাকাউন্ট খোলার অপশন পেয়ে যাবেন।

স্টেপ ৪। লগ ইন এর পরে কিছু সময় ধরে অ্যানড্রয়েড আপনার নতুন অ্যাকাউন্টের সব ডাটা সিঙ্ক করবে। আবার অ্যাকাউন্টে ফিরে এসে গুগল সিলেক্ট করে নতুন অ্যাকাউন্টে ট্যাপ করে যে সার্ভিসগুলো সিঙ্ক করতে চান তা সেগুলোর সিলেকশন তুলে দিতে পারেন।

স্টেপ ৫। কোন অ্যাকাউন্ট ডিলিট করতে হলে সেটিংসে এ গিয়ে অ্যাকাউন্ট সিলেক্ট করে অ্যাকাউন্ট ডিলিট করতে চান সেটি সিলেক্ট করুন। নিচের রিমুভ অ্যাকাউন্ট সিলেক্ট করুন। সিলেক্ট করা অ্যাকাউন্ট ডিভাইস থেকে ডিলিট হয়ে যাবে।

মোবাইলে দ্রুত চার্জ দেবেন যেভাবে

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ