শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


নতুন কোড নম্বর আনছে গ্রামীনফোন ও বাংলালিংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ও বাংলালিংক নতুন নম্বর স্কিম পাচ্ছে। আগের নম্বরগুলোর অনুমোদন সীমা অতিক্রম করায় নতুন নম্বর আনছে কম্পানি দুটি।

জানা যায়, গ্রামীণফোনের নতুন নম্বর স্কিম হবে ০১৩ দিয়ে। বাংলালিংকের হবে ০১০ দিয়ে।

গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স সৈয়দ তালাত কামাল বলেন, গত সপ্তাহে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে এক বৈঠকে  গ্রামীণফোনকে নতুন কোডের অনুমতি দেয়ার ব্যাপারে আশ্বস্ত করা হয়।

এজন্য সরকারের কাছে নতুন করে আবেদন জমা দিতে হবে কোম্পানি দুটিকে।

জানা যায়, আবেদনের পর বিটিআরসি এ বিষয়ে পর্যালোচনা করে অনুমোদন দিলে গ্রামীণফোন তার ০১৩ নম্বর স্কিম চালু করতে পারবে।

গ্রামীন ফোনের ০১৭ নম্বর স্কিমে মোট ১০ কোটি নম্বর অনুমোদন ছিল, যা প্রায় শেষের দিকে। এখন রিসাইক্লিং করে কিছু নম্বর দেয়া হচ্ছে। নতুন নম্বর স্কিমেও ১০ কোটি নম্বর অনুমতি দেয়া হবে।

সব ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকেই গ্রাহকরা নতুন কোডে নম্বর পেতে পারেন।

অপরদিকে সজীব ওয়াজেদ জয়ের বৈঠকে এ বিষয়ে বাংলালিংককেও একই পরামর্শ দেয়া হয়েছে। সেই হিসেবে বাংলালিংক এবারও আনুষ্ঠানিকভাবে ০১০ কোড নম্বরটির জন্য আবেদন করবে।

[ব্যবসার যাবতীয় কাজ সহজ করতে এলো বিসফটি।  এখনই রেজিস্ট্রেশন করুন বিসফটি।]

মোবাইলের সর্বনিম্ন কলরেট হচ্ছে ৪৫ পয়সা

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ