আওয়ার ইসলাম: নিজের অবস্থান বন্ধুদের সঙ্গে শেয়ার করার ফিচার আগে থেকেই ছিল গুগল ম্যাপে। তবে এর সঙ্গে এবার যুক্ত হচ্ছে বাড়তি আরো একটি ফিচার। কারো সঙ্গে অবস্থান শেয়ার করলে অবস্থানের পাশাপাশি ফোনে কতটুকু চার্জ আছে এটিও দেখাবে তাকে।
অ্যান্ড্রয়েড বিষয়ক ওয়েব সাইট অ্যান্ড্রয়েড পুলিশ এ বছরের শুরুর দিকে প্রথম এ ফিচারটির খবর জানিয়েছিল। তবে ফিচারটি এখন সবার জন্য উন্মুক্ত করতে শুরু করেছে গুগল। অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইওএস ডিভাইসেও ফিচারটি উন্মুক্ত হচ্ছে বলেও জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট।
মূলত কারো সঙ্গে অবস্থান শেয়ার করা অবস্থায় চার্জ শেষ হয়ে ফোন বন্ধ হলেও অপর প্রান্তের ব্যক্তি যেন চিন্তিত না হন সেজন্যই ফিচারটি চালু করেছে গুগল। এ ছাড়া নতুন কিংবা অপরিচিত কোনো এলাকায় নিরাপত্তার স্বার্থেও নতুন এই ফিচারটি কাজে আসবে।
আরও পড়ুন: ফেসবুকের অজানা ৯ তথ্য
আরএম/