শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত জাতিসংঘের কর্মকর্তা নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা শিবিরে কর্মরত জাতিসংঘের কর্মকর্তা সোলাইমান মুলাতা নিখোঁজ হয়েছেন।

জাতিসংঘের কর্মরত মুলাতা ইথিওপিয়ার নাগরিক গত তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (২ আগস্ট) কক্সবাজারের ইউএনএইচসিআর এর কর্মকর্তা ইফতেখার উদ্দিন বায়জিদ জানান, সোলাইমান মুলাতা নিখোঁজের বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

ইফতেখার উদ্দিন বলেন, মুলাতা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর সুরক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

তিনি কক্সবাজারের কলাতলিতে মেঘালয় নামের একটি আবাসিক হোটেলে থাকতেন বলেও জানান ইফতেখার।

জানা যায়, গত সোমবার সাকালে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য বের হয়ে তিনি আর ফিরে আসেননি।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অফরুজুর হক টুটুল অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইউএনএইচসিআর এর কর্মকর্তাকে খুঁজে না পাওয়ার একটি অভিযোগ পেয়েছি। পুলিশের একাধিক টিম তাকে খুঁজে বের করার চেষ্টা করছে।

রোহিঙ্গাদের ওপর নির্যাতনকারীদের জবাবদিহি করা দরকার

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ