মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৬ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬


দুই জেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহী ও মুন্সীগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দু’জন নিহত হয়েছেন বলে খবর সপাওয়া গেছে।

শনিবার রাত ও রোববার ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন- সোহরাব হোসেন। অপরজনের নাম পরিচয় জানাতে পারেনি র‌্যাব। কিন্তু র‌্যাবের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী।

রাজশাহী
রাজশাহীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এএম আশরাফুল ইসলাম বলেন, ‘রাজশাহী সিটি নির্বাচন উপলক্ষে র‌্যাবের একটি দল নবগঙ্গা এলাকায় টহলে যায়। এসময় র‌্যাবের সদস্যরা কলাবাগানের ভিতরে প্রবেশ করলে সেখানে উপস্থিত কয়েক ব্যক্তি র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এর কিছুক্ষণ পর সেখানে আহতাবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। র‌্যাব সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো জানতে পারেনি র‌্যাব।

ঘটনাস্থল থেকে একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল এবং ৫৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরা ইউনিয়নে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সোহরাব হোসেন (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন।

রোববার ভোর পৌনে ৫টার দিকে ইউনিয়নের ছত্রভোগ গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ৬০০ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব-১১ কোম্পানি কমান্ডার এএসপি মহিতুল ইসলাম বলেন, ‘গোপন খবরের ভিত্তিতে ছত্রভোগ গ্রামে অভিযান চালায় র‌্যাব। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।

র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলি শেষে ঘটনাস্থলে গিয়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করি। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

তিনি আরো বলেন, ‘আমরা পরবর্তীতে ছবির সঙ্গে মিলিয়ে দেখি গুলিবিদ্ধ ওই যুবক ইউনিয়নের রুদ্রপাড়া গ্রামের ইউনুস শেখের ছেলে, মাদক ব্যবসায়ী সোহরাব হোসেন। সোহরাব হত্যা, অস্ত্র, ডাকাতি ও হত্যাচেষ্টাসহ ১৩ মামলার আসামি।

এ ঘটনায় দুই র‌্যাব সদস্য এএসআই রেজাউল ও সিপাহি কামরুজ্জামান আহত হয়েছেন বলে জানান তিনি।’

পাকিস্তানকে ২০০ কোটি ডলার ঋণ দিচ্ছে চীন


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ