অাওয়ার ইসলাম: শিশু-কিশোরদের নৈতিক মূল্যবোধের অবক্ষয় রোধে ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্য ন্যূনতম বয়স নির্ধারণের প্রস্তাব এসেছে জেলা প্রশাসক সম্মেলনে।
নরসিংদী ও ময়মনসিংহ জেলা প্রশাসকের দেওয়া প্রস্তাবে মন্ত্রিপরিষদ বিভাগ ইতিবাচক মনোভাব দেখিয়ে তা বাস্তবায়নের সুপারিশ করেছে।
জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো প্রস্তাবনা থেকে কার্যপত্র প্রস্তুত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্য ন্যূনতম বয়স নির্ধারণের প্রস্তাবের পক্ষে যুক্তি দেখিয়ে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের যথেচ্ছ ব্যবহারের ফলে শিশু-কিশোরদের নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় হচ্ছে। স্বাভাবিক মানসিক ও শারীরিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। সঠিক সামাজিকায়ন বাধাগ্রস্ত হচ্ছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অংশে প্রস্তাবে মন্ত্রিপরিষদ বিভাগ তা বাস্তবায়নের সুপারিশে বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্য ন্যূনতম বয়স নির্ধারণ করা যেতে পারে।
আরও পড়ুন: ফেসবুকের অজানা ৯ তথ্য
আরএম/